চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প একনেকে অনুমোদন

১,৮৫১ কোটি টাকার প্রকল্প ১২শ শয্যার হাসপাতাল ভবনসহ ১১টি ১৫ তলা ভবন হবে

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৫১ কোটি ৫৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত এই প্রকল্পের মধ্যে ১২০০ শয্যার হাসপাতাল ভবনসহ ১১টি ১৫ তলা ভবন রয়েছে। অন্যান্য অবকাঠামোর মধ্যে প্রশাসনিক ভবন ১টি, একাডেমিক ভবন এবং ডিনস অফিস ১টি, কেন্দ্রীয় লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, টিএসসি, প্রার্থনা কক্ষ, কনভেনশন হল এবং টিচার্স ক্লাব/লাউঞ্জ ১টি, বিআইটিআইডি হাসপাতাল ভবনের ৫ তলা থেকে ১০ তলা ঊর্ধ্বমুখী ৬টি ফ্লোর সম্প্রসারণ ১টি। এছাড়া দ্বিতল ভিসি বাংলো ১টি, ১৫ তলা প্রোভিসি, ট্রেজারার, ডক্টরস এবং অফিসার্স কোয়াটার ১টি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরুষ ছাত্রদের হোস্টেল ও মহিলাদের জন্য ছাত্রী হোস্টেল, আইএইচটি শিক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেল ও নার্সেস ডরমিটরি, যার সবক’টি ১৫ তলা ভবন।

উল্লেখ্য, ১২শ বেডের হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসকের পোস্টগ্র্যাজুয়েট কোর্স চালুর লক্ষ্যে ১০ ফ্যাকাল্টিসহ ৬৯টি চিকিৎসা বিভাগ থাকবে।

প্রকল্প অনুমোদন সম্পর্কে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। বঙ্গবন্ধু কন্যার আন্তরিকতায় বৃহত্তর চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজ বাস্তবে রূপ প্রদান করার দিকে এগিয়ে গেল। আমি এই প্রকল্প কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রকল্পটি অনুমোদন দিয়েছেন। শীঘ্রই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর তিনি উদ্বোধন করবেন। অল্প সময়ের মধ্যে চট্টগ্রামবাসী এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুফল পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধঘাস কাটার মেশিনে শিশুর হাতের কবজি বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধনির্বাচনের মাঠে সবার সাথে খেলে আমরা জিততে চাই : তথ্যমন্ত্রী