এক জীবনে

লিপি তালুকদার | বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

একজীবনে কতকিছু হয় না পাওয়া

এলিয়ে চুলে লাগে না দখিনা হাওয়া

হাসতে গেলে ভাবতে লাগে

পা বাড়ালেই অর্থ আগে।

একজীবনে কেউ হয় না সফল

কেউবা হারায় দৃঢ় মনোবল

কেউ খুঁজে নেয় আলোক দিশা

কারো জীবন শূন্য অমানিশা।

একজীবনে কারো আসে মিলনতিথি

পাগল হয়ে কেউবা খুঁজে সবুজবীথি।

কেউবা ছুঁই বিশাল বড় আকাশ

কেউ আবার ছুঁয়ে থাকে শুকনো মাটির আবাস।

পূর্ববর্তী নিবন্ধক্রমে চলে
পরবর্তী নিবন্ধবিষণ্ন সুন্দর বলে কিছু নেই