ছাদের পরে আজও চাঁদ ওঠে তেমনি
জানালা দিয়ে এলিয়ে পড়ে আলো কিছুটা
জানি তোমার বুকের ভাঁজ ভেজা, উষ্ণ
দু‘ফোঁটা গড়িয়ে পড়া জলে;
গলির মোড়ে দল হারানো এক কুকুর
ঘুমিয়ে সেও, বেড়ির মতো পাকিয়ে থাকে
এই দুপুর আর বিকেল
ব্যস্ত পথ, ছুটছে গাড়ি, মানুষ, মেঘ;
হারিয়ে গেছে বিস্তীর্ণ ভূভাগ কতো,
যেমন ছিলো তেমনি চলে ভুবনসভা!
ম্লান হয়না চন্দনের সুবাস কিছু
নবীন টুনি টুউই টুই ডাকে, সখা গো
কলাবতীর লালিমা মাখে।
আমি কেবল স্বপ্নে খুঁজি একটা মুখ
বৃষ্টিভেজা আঁধার, পাতা ছুঁইয়ে
টুপ টাপটুপ শব্দ, যেন সেতারে কেউ
দিচ্ছে টোকা; দুইটা চোখ
ঠোঁট উপচে হাসি, কোথায়!