খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৃথক ঘটনায় দুইজনের অপমৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন গলায় ফাঁসি দিয়ে আর অন্যজন বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। গতকাল বৃহস্পতিবার মাটিরাঙ্গার পৌরসভার পলাশপুর এলাকায় বাড়ির লাগোয়া চা দোকানে কাপড়দিয়ে বিদ্যুতের বাল্ব খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আবুল কালাম (৪৫) নামে একজন নিহত হয়। নিহত আবুল কালাম মাটিরাঙ্গার পৌরসভার পলাশপুর এলাকার মৃত আনসার হাওলাদারের ছেলে।
অন্যদিকে পারিবারিক কলহের জের ধরে বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা এলাকায় মো. বাবুল হোসেন (২৩) নামে এক কাঠমিস্ত্রি বাড়ির পাশে গাছে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে মাটিরাঙ্গা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত বাবুল বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা এলাকার মৃত চারু মিয়ার ছেলে। থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।











