নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতি চর্চায় উদ্ধুদ্ধ করতে হবে

অরুণবীণা সংগীত প্রতিযোগিতা পুরস্কার বিতরণে বক্তারা

| শুক্রবার , ২৮ জুলাই, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

কথা ৭১ এর উদ্যোগে অরুণবীণা সংগীত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান গতকাল বুহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারী হলে অনুষ্ঠিত হয়। শেখ মো. ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চবি সিনেট মেম্বার ড.মনজুরুল আমিন চৌধুরী। উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্ঠা রিয়াজ ওয়াইজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সজল কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন মো. আবদুর নুর, সুমন সেন, হারাধন নাহা বাসু। স্বাগত বক্তব্য রাখেন রিটন দাশ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন স্বরুপ দেবনাথ, জয়ন্তী দেবী ও অংকিতা আচার্য্য। প্রধান অতিথি বলেন নতুন প্রজন্মকে অপসংস্কৃতি থেকে মুক্তি দিতে সংস্কৃতি চর্চার বিকল্প নই। তিনি সকল প্রতিযোগীকে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সঠিক প্রযুক্তিতে জ্ঞান আহরণের আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে দুইজনের ‘অপমৃত্যু’
পরবর্তী নিবন্ধপটিয়া হচ্ছে শিক্ষা সাহিত্য ও ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ: হুইপ সামশুল