পটিয়া হচ্ছে শিক্ষা সাহিত্য ও ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ: হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৮ জুলাই, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষক ছাত্রসহ সবাইকে স্মার্ট হতে হবে। বর্তমানে বাংলাদেশের সকল মানুষ মোবাইলের মাধ্যামে সব তথ্য খুবই সহজে পেয়ে যাচ্ছে। পটিয়ায় তিনদিন ব্যাপী উৎসব করতে গিয়ে দেখেছি পটিয়ায় কত গুণীজনে সমৃদ্ধি। তিনি বলেন শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও পটিয়ার উন্নয়নসহ সব কিছু নিয়ে ব্যাপক কাজ করে যাচ্ছি। বাংলা একাডেমীর সমম্বয়ে উপজেলা পর্যায়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় উপজেলা পর্যায়ে পটিয়ায় গতকাল বৃহস্পতিবার দুইদিনব্যাপী উপজেলা সাহিত্য ও বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল মালেক। পরিসংখ্যান কর্মকর্তা মীর আননাজমুস সাকিব ও ফারজানা চৌধুরী জেকির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম, সরকারি বিভাগীয় গ্রস্থগারের উপ পরিচালক মোহাম্মদ হারুনঅররশিদ, পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব। আলোচক ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী, বিটার নির্বাহী পরিচালক শিশির দক্ত প্রমূখ।

একই সময়ে দ্বিতীয় অধিবেশনে পটিয়া উপজেলার সাহিত্য ও সংস্কৃতির উপর প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক মুহাম্মদ শামসুল হক। সভাপতিত্ব করেন প্রফেসর আবদুল আলীম। অনুষ্ঠান দুটিতে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আতিকুল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতি চর্চায় উদ্ধুদ্ধ করতে হবে
পরবর্তী নিবন্ধফ্যাশন ডিজাইনিং এন্ড টেক্সটাইল টেকনলজি বিষয়ক সেমিনার