স্টেশন এলাকায় হোটেল থেকে সাত নারী পুরুষ আটক

অসামাজিক কার্যকলাপের অভিযোগ

আজাদী প্রতিবেদন  | শুক্রবার , ২৮ জুলাই, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

নগরীর পুরাতন রেল স্টেশন এলাকায় হোটেল মেট্রোতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে সাত নারী পুরুষকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। গত বুধবার রাত আড়াইটার দিকে এ অভিযান চলে। কোতোয়ালী থানার সিআরবি ফাঁড়ির ইনচার্জ এসআই বোরহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঘটনার বিবরণে জানা যায়, সাম্প্রতিক সময়ে অসামাজিক কার্যকলাপের দায়ে অভিযুক্ত হোটেলগুলোতে পুলিশি অভিযান বেগবান হওয়ার পর থেকে এ ধরনের কাজের জন্য তালিকাভুক্ত হোটেলগুলো পুলিশের সাথে অনেকটা লুকোচুরি করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সিআরবি ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর ডিউটির অংশ হিসেবে হোটেল মেট্রোর ম্যানেজার আলমের কাছে জানতে চাইলে আলম অস্বীকার করেন। হোটেল কর্তৃপক্ষের পাশাপাশি তাই পুলিশেরও দাবি ছিল তাদের হোটেলে অবৈধ কিছু চলে না। কিন্তু গত বুধবার রাত আড়াইটার দিকে স্থানীয়রা খবর পেয়ে সিআরবি ফাঁড়ির ইনচার্জ এসআই বোরহানকে জানায়, হোটেল মেট্রো রাতের আঁধারে অসামাজিক ব্যবসা শুরু করেছে। খবর পেয়ে তিনি পুলিশের টিম পাঠান এবং সাত নারী পুরুষকে আটক করেন। তবে অজ্ঞাত কারণে ম্যানেজার আলমকে আটক করেনি তার টিম।

পূর্ববর্তী নিবন্ধযানজট নিরসনে হাটহাজারীতে অভিযান, জরিমানা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে দুইজনের ‘অপমৃত্যু’