বায়েজিদ হাশেমী নগরস্থ দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটি ও গাউছিয়া হাশেমী কমিটির উদ্যোগে ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (রহ.) ওফাত বার্ষিকী স্মরণে ৪ দিনব্যাপী কর্মসূচি গতকাল রোববার কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হাফেজ কাযী মুহাম্মদ মহিউদ্দিন হাশেমী, কাযী মুহাম্মদ শরফুদ্দীন হাশেমী, কাযী মুহাম্মদ বাহাউদ্দীন হাশেমী, কাযী মুহাম্মদ জিয়াউদ্দীন হাশেমীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে বক্তারা বলেন,ইমাম আল্লামা হাশেমী (রহ.) সুন্নীয়তের আন্দোলন তথা দ্বীনি শিক্ষার প্রচার–প্রসারে আজীবন কাজ করে গেছেন। তিনি আজীবন দিয়ে গেছেন শরয়ী জ্ঞানের শিক্ষা আধ্যাত্মিক জগতের দীক্ষা এবং অন্ধকারের অমানিশা থেকে পরিত্রাণ। এতে আলোচনায় অংশ নেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী, কুতুব উদ্দীন শাহ্ আমিরী, জিল্লুল করিম কুতুবী, হাফেজ ক্বারী মুহাম্মদ ইব্রাহীম, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সাবেক প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান, দিদারুল আলম চৌধুরী, ইউনুস গনি চৌধুরী, মুহম্মদ মাসুম চৌধুরী, আলী হোসেন আরিফ, এস এম শফি, আবু জাফর মুনিরী, মতিউর রহমান, হাফেজ রুহুল আমিন, ফরিদুল আলম রেজভী, কাযী মোদাচ্ছের আহমদ হাশেমী, কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, ড. জাফরুল্লাহ, মাসউদ হোসাইন আল–কাদেরী, গোলাম মুহিউদ্দীন লতিফী, সাকিউল কাউসার, সাইফুল আযম আযহারী, আবদুল মতিন, অধ্যক্ষ আতাউল মুস্তফা রেজভী, কাজী কামরুল আহছান, কাজী ইউনুস রেজভী, গাজী মঈনুদ্দীন রেজভী,মোরশেদুল আনোয়ারী,সৈয়দ জুননুরাইন, সৈয়দ সালেকুল মওলা, সৈয়দ বশিরুল আলম, হাফেজ ক্বারী গোলাম কিবরিয়া, এইচ এম মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, ওমর ফারুক আজমী, মাওলানা মনির আহমদ আনোয়ারী, ইলিয়াছ আজম নুরী, সৈয়দ হাবিবুল্লাহ চিশতী, আবু নুর মুহাম্মদ হাসসান নুরী, সাদ আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।