স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৪ বছর পূর্তি

| সোমবার , ৫ জুন, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও স্ট্যান্ডার্ড ব্যাংক লি: এর প্রতিষ্ঠাকালীন পরিচালক মোহাম্মদ মনজুর আলম বলেছেন, মুনাফা অর্জনের জন্য নয়, মানুষের সেবার জন্য স্ট্যান্ডার্ড ব্যাংক লি: প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, দুর্যোগ, দুর্বিপাক, বিপদআপদ, শিক্ষা প্রসারসহ নানাভাবে এই ব্যাংক আর্তমানবতার সেবায় নিয়োজিত। গণমানুষের আমানত সুরক্ষা, দেশ ও জাতির কল্যাণে নিবেদিত এ ব্যাংক।

স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার সকালে হযরত খাজা আবদুল হাকিম শাহ আল মাইজভাণ্ডারীর (.) মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্যাংকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খতমে কোরআনে পাক, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও তবারুক বিতরণ কর্মসূচি পালন করেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ মনজুর আলম। মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন হযরত খাজা কালু শাহ (.) কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আমেরি। মিলাদ পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (.) জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল মান্নান। অন্যদের মধ্যে উত্তর কাট্টলী মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ বাদশা আলম, কালু শাহ (.) মাদ্রাসার উপাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, প্রফেসর আবু ছগির, প্রফেসর মো. ইলিয়াস চৌধুরী, খোরশেদ আলম সহ আলেমওলামা, শিক্ষক ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইমাম হাশেমী (রহ.) আজীবন দ্বীনি শিক্ষা প্রচারে কাজ করে গেছেন
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ৯৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক