রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রাকৃতিক প্রজননের পাশাপাশি কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি বিএফডিসির নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত মোট ৭০ মেট্রিক টন মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন রাঙামাটি বিএফডিসি।কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধি এবং হ্রদে কার্প জাতীয় মাছের আধিক্য বাড়ানোর জন্য মাছের পোনা অবমুক্ত ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতে হ্রদে মৎস্য আহরণ বন্ধে চলমান নিষেধাজ্ঞাকালীন সময়ে প্রায় ২৫ হাজার জেলে পরিবারের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্ধোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিএফডিসির ফিশারিঘাটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ( অতিরিক্ত সচিব) কাজী আশরাফ উদ্দিন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, চট্টগ্রাম নৌ পুলিশ ইউনিটের পুলিশ সুপার আ.ফ.ম নিজাম উদ্দিন, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু । অনুষ্ঠানে সচিব ড. নাহিদ রশীদ বলেন, কাপ্তাই লেক আমাদের গর্ব করার মত বিষয়। জাতীয় অর্থনীতিতে এর গুরুত্বপূর্ণ অপরিসীম। অনুষ্ঠানে দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রতি প্রধানমন্ত্রী আন্তরিক। কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ ও মাছের বৃদ্ধির জন্য প্রতিবছর নির্দিষ্ট সময় মাছ শিকার বন্ধ রাখা হয়। তিনি আরো বলেন, আমাদের লেকের আয়তন সিঙ্গাপুর থেকে বড়। এখানে ১৪০ মে.টন পোনা ছাড়া প্রয়োজন এ বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করবেন। এসময় ভিজিএফ কার্ডের ২০০ জেলে পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।