পাহারা

পুষ্পিতা সেন | বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

প্রতিদিন চলে পাহারা।

মহড়া, হাতে রাইফেল, পিস্তল।

স্তরে স্তরে সাজানো ফাইল।

নিঃশব্দে শব্দ বদল।

আদালতের সমন জারি।

আসামি হাজির।

আটকে গেল ফাইল,

চক্ষু বিনিময় কৌশল।

বাইরে তখনো পাহারার পাগুলো

হেঁটে চলে অবিচল।

লংমার্চগুলো ফিরে যায় সারি ধরে।

সে দলে চোর। নিঁখুত ডামী।

পেছনে সাধু গরাদখানায়।

আইনের ফাঁক গলে বেরিয়ে যায় আইন।

গার্ড অফ অনারে এক দাগী আসামি।

পূর্ববর্তী নিবন্ধএকজন চিত্রশিল্পীকে
পরবর্তী নিবন্ধরঙ