কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধসহ যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষে পরিবহন মালিক, চালক ও সহকারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে গত বৃহস্পতিবার দুপুরে চকরিয়া পৌরশহরের শহীদ আবদুল হামিদ বাস টার্মিনালস্থ আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) উপ–পরিদর্শক খোকন কান্তি রুদ্র।
কর্মশালায় বক্তব্য রাখেন আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহির আহাম্মদ, সিনিয়র সহ–সভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, পেকুয়া–মগনামা শ্রমিক রোড কমিটি সম্পাদক মোহাম্মদ আবু মুছা, সদস্য মিজানুর রহমান, চকরিয়া–লামা–আলীকদম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, চকরিয়া–লামা–আলীকদম শ্রমিক ইউনিয়নের নেতা মো. রফিক উদ্দিন। স্বাগত বক্তব্যে চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) উপ–পরিদর্শক খোকন কান্তি রুদ্র জানান, কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে রোড সাইন, রোড মার্কিং সম্পর্কে জানানো, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, সড়ক পরিবহন আইন ২০১৮ ও মোটরযান রক্ষণাবেক্ষণ সম্পর্কে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালায় সম্যক ধারণা প্রদান করা। এছাড়াও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক, চালক ও হেলপারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও অবহিত করা হয় কর্মশালায়।












