অতিরিক্ত উদ্দীপনায় শয়তানেরা প্রাণপায়,
জয়ী হওয়ার প্রবণতা বিফলতার রূপ দেয়।
ক্ষণিকের বাগ্মিতায় বিরহ বিষণ্নতা,
অনামিশা দেখা দেয় ধৈর্যের স্বল্পতায়।
ছেড়ে কাজ ধরে বাজ অসততায় নেই লাজ,
হীন করার প্রতিজ্ঞায় মহা–কাজ পড়ে রয়।
মোহময়ী ছলনায় মুখ থুবড়ে পড়ে সততা
অহমিকায় রাজা সাজে, যে কিনা পায়ের ধুলো।