মন চায়

সৈয়দ জিয়াউদ্দীন | বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

কেউ গেয়ে যায় দয়ালগীতি নৃত্য করে নিত্য

তাতে কারো চিত্ত জ্বলে কারো গলে পিত্ত

কারো মনে বয়ে যায় আনন্দেরই বন্যা

মন ছোঁয়া সুর মুর্চ্ছনাতে কেউ বলে অনন্যা

আমি কর্ণফুলির মাঝি যাই উড়িয়ে নায়ের পাল

ভাটিয়ালির সুরে ভাসি তাল মিলিয়ে ঢেউয়ের তাল

জারি সারির ছন্দে দোলে আঁধার রাতে ঝিঁঝির সুর

কর্ণফুলির দুকূল চেপে যায় হারিয়ে অনেক দূর

এমনি মধুর রাতটি ছিল আমাদের এই বঙ্গে

ষড়ঋতুর রঙে দেশটি সাজতো নানান রঙ্গে

সোনালী সেই দিনগুলো নেই, হারিয়ে গেছে অজান্তে

পারতো যদি যাদুর কাঠি সেদিন ফিরে আনতে

জানি না সেই হারানো দিন আসবে কিনা ফিরে আর

মন মানসে চাইযে হতে সর্বজনীন আরেকবার

পূর্ববর্তী নিবন্ধক্ষণিকের বাগ্মিতায়
পরবর্তী নিবন্ধচতুষ্পদীর ঘ্রাণে ‘মীরখানার ফকিরি’