নগরীর অক্সিজেন এলাকায় চলন্ত রিকশার উপর বিদ্যুতের তার ছিঁড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া রিকশা চালক জাহেদ আলীর পরিবার পাচ্ছে ৫ লাখ টাকার স্থায়ী আমানত। একই সাথে তার পরিবারে চাকরি করার মতো যোগ্য কেউ থাকলে তাকে চাকরিও দেওয়া হবে। গতকাল চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে এ বিষয়ে আশ্বস্ত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জেলা প্রশাসক আজাদীকে বলেন, একসময় আমি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ছিলাম। উনার এলাকার (কেরানীগঞ্জ) ইউএনও হিসেবেও কর্মরত ছিলাম। ভালো একটি সম্পর্ক রয়েছে উনার সাথে। সেই সম্পর্কের সূত্র ধরে অঙিজেন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে মারা যাওয়া রিকশা চালক জাহেদ আলীর বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রীর সাথে আলাপ হয়েছে। তিনি তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন। পাশাপাশি পরিবারটির জন্য ৫ লাখ টাকার স্থায়ী আমানতের ব্যবস্থা করে দেবেন বলেও জানিয়েছেন। প্রতিমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে তিনি বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান ও পিডিবি চেয়ারম্যানকে বলে দেবেন।
জেলা প্রশাসক বলেন, বিদ্যুৎ বিভাগের সচিব ও পিডিবি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে বলেছেন প্রতিমন্ত্রী। ইতোমধ্যে সচিবের সাথে কথা বলেছি। পিডিবি চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। তবে তিনি ব্যস্ত থাকায় কথা হয়নি। আশা করছি আগামী এক–দুই দিনের মধ্যে জাহেদ আলীর পরিবার ৫ লাখ টাকার স্থায়ী আমানত পেয়ে যাবেন।
প্রসঙ্গত, বায়েজিদ থানাধীন অঙিজেন এলাকায় গত ১৪ মে চলন্ত রিকশার ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে দগ্ধ হয়ে রিকশা চালক জাহেদ আলীর মৃত্যু হয়। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নের বাসিন্দা। শ্বশুরের সঙ্গে অঙিজেনের বালুছড়া এলাকায় বসবাস করতেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, জাহেদ আলীর মৃত্যুর পরপর তার দাফন–কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।












