স্মার্ট বাংলাদেশ গড়তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই

অবহিতকরণ সভা

| মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:১৪ পূর্বাহ্ণ

নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাল্টিপারপাস ড্রিল শেডে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট চট্টগ্রাম বিষয়ক অবহিতকরণ সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহাম্মাদ ফয়সল মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এসময় প্রধান অতিথি ও প্রধান আলোচক বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই আমাদের পরবর্তী লক্ষ্য।

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই।

এছাড়াও তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট, ভার্চুয়াল বাস্তবতা, উদ্দীপিত বাস্তবতা, রোবোটিকস অ্যান্ড বিগডাটা সমন্বিত ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে গৃহীত পরিকল্পনার কথা তুলে ধরেন। এসময় স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ শক্তির নিরাপদ ব্যবহার, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, কেপিআইএর নিরাপত্তা বিধানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপপুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, অফিসার ও ফোর্সগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই হাজার হেক্টর অতিরিক্ত ধানি জমি চাষাবাদের আওতায় আসবে
পরবর্তী নিবন্ধসিএমপির মাসিক অপরাধ সভা