দুই হাজার হেক্টর অতিরিক্ত ধানি জমি চাষাবাদের আওতায় আসবে

পটিয়ায় বেড়িবাঁধের কাজ পরিদর্শনে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:১৪ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার কোলাগাঁও, হাবিলাসদ্বীপ, ধলঘাট ইউনিয়নে চলমান বেড়িবাঁধের নির্মান কাজ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। গতকাল সোমবার এসব এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, একসময় এসব অঞ্চলে বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হত। মানুষের বসতঘরে জোয়ারের পানি ঢুকে পড়ত। জোয়ারের পানিতে চাষাবাদ ব্যাহত হত। এ বেড়িবাঁধের নির্মান কাজ শেষ হলে এ অঞ্চলে ২ হাজার হেক্টর অতিরিক্ত ধানি জমি চাষাবাদের আওতায় আসবে। এর ফলে অতীতের চেয়ে আরো ২ গুন বেশি চাষাবাদ হবে এসব অঞ্চলে।

পরিদর্শনকালে হুইপের সাথে ছিলেন জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী অপু দেব, উপসহকারী প্রকৌশলী ধীমান কৃষ্ণ চৌধুরী, কোলাগাঁও ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী, উপজেলা আ.লীগ নেতা আবু সালেহ চৌধুরী, এম এজাজ চৌধুরী, উপজেলা শ্রমিকলীগ সভাপতি শামসুল ইসলাম, .লীগ নেতা মিজানুর রহমান, বদিউল আলম তুষার, উপজেলা যুবলীগ নেতা দিদারুল আলম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, ইউপি সদস্য ফারজানা হক মিতু, মো. মহিউদ্দিন, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, মো. সাদ্দাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবার
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই