আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ চালককে জরিমানা

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:১০ পূর্বাহ্ণ

আনোয়ারায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৪ চালককে ১২হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে আনোয়ারাবাঁশখালী পিএবি সড়কের তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, অবৈধভাবে রাস্তায় পার্কিং করে যানযট সৃষ্টিসহ ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী ৪ জন চালককে ৪ টি মামলায় ১২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহোমিও চিকিৎসা প্রকৃতই বিজ্ঞানসম্মত
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ