হোমিও চিকিৎসা প্রকৃতই বিজ্ঞানসম্মত

লোহাগাড়ায় আলোচনা সভায় বক্তারা

| মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:০৪ পূর্বাহ্ণ

বিজ্ঞানী হ্যানিম্যানের জন্মবার্ষিকী উপলক্ষে হোমিওপ্যাথি দিবস উদযাপনে লোহাগাড়া হোমিওপ্যাথিক পেশাজীবি কল্যাণ পরিষদের উদ্যোগে চিকিৎসক সমাবেশ ও আলোচনা সভা উপজেলা বিআরডিবি হলে গত ১৩ মে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি ডা. মু. আবেদর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অধ্যক্ষ ডা. আবদুল করিম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ। প্রধান আলোচক ছিলেন ডা. সালেহ আহমদ সুলেমান। বিশেষ অতিথি ছিলেন বিএইচএমএ চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট ডা. মুহাম্মদ ছমি উদ্দিন ও সাধারণ সম্পাদক ডা. মো. শামশু উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন ডা. মু. জামাল উদ্দীন। বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ ও ডা. মিজানুর রহমান। ডা. আকতার আহমদের সঞ্চালনায় সভায় প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ডা. আবু তাহের। সভায় বক্তারা বলেন, চিকিৎসা বিজ্ঞানী ডা. হ্যানিম্যান আর্তপীড়িত মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার যতই অগ্রগতি সাধিত হচ্ছে, ততই প্রমাণিত হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসাবিজ্ঞানের যথার্থতা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে মোখার আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে গাউসিয়া কমিটির মানবিক টিম
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ চালককে জরিমানা