কাপ্তাইয়ে উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:১২ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার প্রকৌশল একাডেমীতে দিনব্যাপী উদ্ভাবনী উদ্যোগ পরিদর্শন এবং উদ্ভাবনী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় উদ্ভাবনী এবং ইগভর্নেস ও ইনোভেশনের গুরুত্ব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রাণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারি এবং প্রকৌশলী একাডেমীর সাথে সংশ্লিষ্ট প্রকৌশলীরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।

অতিরিক্ত সচিব মো. ওলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রাণালয়ের যুুগ্ম সচিব মুহাম্মদ সোহেল হাসান, একান্টত সচিব আ..ম নাজিম উদ্দিন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এবং কাপ্তাই প্রকৌশল একাডেমীর প্রকৌশলী মো. শাহনেওয়াজ।প্রধান অতিথি বলেন, উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক এই কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিস্ট সকলকে আগ্রহ ও মনোযোগ সহকারে কর্মশালায় অংশ নিয়ে এবং প্রশিক্ষণলব্দ জ্ঞান কর্মস্থলে প্রয়োগের উপর গুরত্বারোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ চালককে জরিমানা
পরবর্তী নিবন্ধগ্যাস সরবরাহে চট্টগ্রামে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি