কক্সবাজারে অভিযান পরিচালনা করে এক রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন। তার নাম হাফেজ জুবায়ের (৩২)। তিনি উখিয়ার ১৯ নম্বর ঘোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এ/১৪ ব্লকের ওমর মিয়ার ছেলে। কক্সবাজারে আটকের পর তার স্বীকারোক্তি মতে ক্যাম্প থেকে ৪টি ওয়ান শুটার গান, ৩২ রাউন্ড গুলি, ১টি গুলির খালি খোসা ও চার্জারসহ ২টি ওয়াকিটকি সেট জব্দ করা হয়। গতকাল বুধবার দুপুর ১২টায় উখিয়া ৮ এপিবিএন সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এপিবিএন পুলিশের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বলেন, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আটক হাফেজ জোবায়ের কথিত আরসা গ্রুপের একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। ৪টি হত্যা মামলার এজাহারনামীয় আসামি জোবায়ের রোহিঙ্গা ক্যাম্পে খুন, ছিনতাই, রাহাজানি অপহরণ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
বিডিনিউজ জানায়, আমির জাফর বলেন, মঙ্গলবার রাতে কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় জুবায়ের অবস্থান করার খবরে সেখানে অভিযান চালায় এপিবিএন এর একটি বিশেষ দল। তারা ঘটনাস্থলে পৌঁছালে টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায় জুবায়ের। তবে ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয় এপিবিএনের সদস্যরা। এরপর জুবায়েরকে রোহিঙ্গা আশ্রয় শিবিরে নিয়ে এসে এপিবিএন সদস্যরা ব্যাপক জিজ্ঞাসাবাদ চালায়। এতে তিনি ১৯ নম্বর তানজিমারঘোনা রোহিঙ্গা আশ্রয় শিবিরে তার এক সহযোগীর বসতঘরে অস্ত্র মজুদ থাকার তথ্য দেয়। অতিরিক্ত উপ–মহাপরিদর্শক বলেন, জুবায়েরের স্বীকারোক্তি মতে ওই সহযোগীর বসত ঘরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় চারটি দেশীয় বন্দুক, ৩২টি গুলি, ১টি গুলির খালি খোসা, ২টি ওয়াকিটকি সেট ও ২টি চার্জার। এ ঘটনায় উখিয়া থানায় মামলার পর জুবায়েরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই এপিবিএন অধিনায়ক।