অনুপম সৌন্দর্যের অধিকারী চট্টগ্রামে অনন্য সুন্দর সিআরবি নববর্ষের দিনে কিংবা বসন্তের উৎসবে অপরূপ মিলনমেলার সৃষ্টি করে তখন অপূর্ব সুন্দর লাগে মনোহর লাগে। বিভিন্ন আয়োজনে সিরআরবি যেন প্রাণ বাঁচিয়ে রাখে মানুষের। বৃক্ষডালে অপূর্ব লাগে পাখিদের মেলা আর ছোট ছেলেমেয়েদের খেলা দারুণ সুন্দর লাগে সকাল বিকালবেলা। চায়ের কাপের গরম ধোঁয়া ফুসকা চটপটি যেন স্মৃতিতে মধুর। নয়ন দিয়ে দেখি অপার বিস্ময় মনে হয় যেন পেয়েছি লক্ষ জয়।
নির্ভয়ে ঘুরি প্রিয় বাংলায়। কখনো বৃষ্টিতে মধুর লাগে। বসন্ত বরণে নাচে গানে সোনালী পৃথিবীতে প্রাণভরে নিঃশ্বাস নেই যেন খোলা ময়দানে। কেউ কেউবা ফেইসবুকে স্মৃতি ধরে রাখে। ফুলের সৌরভের মন ভরে উঠে ছুটির দিনে জমজমাট সিআরবি স্বদেশের সবুজ চিত্র যে বাংলায় বাঙালির উল্লাস প্রকাশ পায়। শরীর মন সুস্থ থাকে ভোরের সমীরণে। কেউবা ছুটে আসে প্রেমের আহবানে। বসুন্ধরা হোক ভালোবাসার নগরী গাছ লাগাই বেশি বেশি। পরিবেশ বাঁচাই এই হোক বানী। সিআরবি বেঁচে থাকুক।