বাঁশখালীতে পৃথক অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল দুপুরে পুঁইছড়ির ইউনিয়নের প্রেমবাজারে দক্ষিণে ফুটখারী ব্রিজের পাশে অভিযান চালায় পুলিশ । এসময় টেকনাফ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকার মৃত আলী আহম্মদের ছেলে মো. সফি আলম (২৮), আব্দুল মালেকের ছেলে মো. হোসেন (২১)কে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে রাতে কালীবাড়ির গেটের সামনে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে (চট্ট মেট্রো গ–১১–২৭৫৭) চাকার সাথে বিশেষ কায়দায় জড়ানো ১০ হাজার পিস উদ্ধার করা হয়। এ সময় টেকনাফের ডেইলপাড়া এলাকার কবির আহমদের ছেলে আব্দুল মজিদ (২৫), ও কঙবাজার সদরের পরানিয়াপাড়া এলাকার মৃত জহির আহমদের ছেলে চালক মো. ইউসুফ (২৪) কে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।