কাপ্তাইয়ে আগুনে পুড়েছে দুটি বসতঘর

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাঙ্গামুড়া নামক পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন গুনমোহন তনচংগ্যা এবং সুজন কুমার তনচংগ্যা। দুইজনই সম্পর্কে শালা দুলাভাই হন। এই দুর্ঘটনায় দুই পরিবারের ১২ জন সদস্য বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই পরিবারের সকল সদস্য সকাল ৯টার দিকে ঘরে তালা লাগিয়ে চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে যোগ দিতে যান। এর কিছুক্ষণ পর হঠাৎ বাঁশ ও বেতের বেড়া এবং টিনের চালা দেওয়া ঘরে আগুন ধরে। আশপাশে কোন বসতি না থাকায় মুহূর্তেই আগুনে পাশাপাশি অবস্থিত দুটি ঘর দাউ দাউ করে জ্বলে উঠে। আর অল্প সময়ের মধ্যেই ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য নবীন কুমার তনচংগ্যা জানান, সোলার বিদ্যুৎ সংযোগ থেকে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই আগুনে দুই পরবারের ঘরে রক্ষিত অলংকার, নগদ টাকা, আসবাবপত্র, ৮ মন হলুদ, ধান এবং অন্যান্য সামগ্রী পুড়ে যায় বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধকদমতলী ফ্লাইওভারে টেম্পো উল্টে যাত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ১৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪