২ কোটি ১০ লাখ টাকার ৩ কেজি স্বর্ণের চালান জব্দ

শাহ আমানতে শারজাহ ফেরত যাত্রী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৪:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ ফেরত এক যাত্রীর কাছ থেকে ২৪টি স্বর্ণের বারসহ প্রায় ৩ কেজি স্বর্ণের একটি চালান জব্দ করা হয়েছে। বিমানবন্দরে এনএসআইএর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত যাত্রীকে চ্যালেঞ্জ করে স্বর্ণের চালানটি জব্দ করে। হাটহাজারীর মোহাম্মদ আতিক উল্লাহ নামের ওই যাত্রী গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দর এন এস আই টিম তাকে চ্যালেঞ্জ করলে তিনি কিছু নেই বলে দাবি করেন। পরে তার কোমরের বেল্টের ভিতরে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থা ২৪ টি স্বর্ণের বার (২৪ ক্যারেট, ২ কেজি ৭৯৬ গ্রাম) এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের দাম ২ কোটি ১০ লাখ টাকার বেশি বলে সূত্র জানিয়েছে।

মোহাম্মদ আতিক উল্লাহকে পতেঙ্গা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে রাতে শেষ খবরে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধচাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ, দুইজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধএখন দেশের প্রতিটি খাতে নারীরা কাজ করছেন