সাদামাটা চোখেই দেখতে পাচ্ছি– বাজেট–বরাদ্দের ক্ষেত্রে এটি অসম্ভব রকমের অসঙ্গতি। শয্যা ও রোগী অনুপাতে যে পরিমাণ বাজেট–বরাদ্দ পাওয়ার কথা সেটি দেখছি না। এক্ষেত্রে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল চরম বৈষম্যের শিকার। এমন অপর্যাপ্ত বাজেটে মানসম্মত সেবাদান কিভাবে আশা করা যায়? আর শয্যা ও রোগীর অনুপাতে বাজেট বরাদ্দ না দেয়ার বিষয়ে মন্ত্রণালয়ের যুক্তি কি? সচেতন নাগরিক হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমরা এর ব্যাখ্যা জানতে চাই।