এমন বাজেটে মানসম্মত সেবাদান সম্ভব নয়

ডা. একিউএম সিরাজুল ইসলাম ।। সভাপতি, পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম

| মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৪:৪৫ পূর্বাহ্ণ

সাদামাটা চোখেই দেখতে পাচ্ছিবাজেটবরাদ্দের ক্ষেত্রে এটি অসম্ভব রকমের অসঙ্গতি। শয্যা ও রোগী অনুপাতে যে পরিমাণ বাজেটবরাদ্দ পাওয়ার কথা সেটি দেখছি না। এক্ষেত্রে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল চরম বৈষম্যের শিকার। এমন অপর্যাপ্ত বাজেটে মানসম্মত সেবাদান কিভাবে আশা করা যায়? আর শয্যা ও রোগীর অনুপাতে বাজেট বরাদ্দ না দেয়ার বিষয়ে মন্ত্রণালয়ের যুক্তি কি? সচেতন নাগরিক হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমরা এর ব্যাখ্যা জানতে চাই।

পূর্ববর্তী নিবন্ধআজ আত্মসমর্পণ করতে যাচ্ছেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধকম বরাদ্দ প্রদানের বিষয়টি বৈষম্যমূলক