কম বরাদ্দ প্রদানের বিষয়টি বৈষম্যমূলক

ডা. মাহফুজুর রহমান ।। আহ্বায়ক, জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি

| মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৪:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এভাবে কম বরাদ্দ প্রদানের বিষয়টি বৈষম্যমূলক মন্তব্য করে জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, এটা তো চরম বৈষম্য। অন্য এলাকার লোকজন হয়তো তদবির করে বাজেটবরাদ্দ বাড়িয়ে নিয়ে আসেন। এক্ষেত্রে এলাকার জনপ্রতিনিধিদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। যতটুকু জানি মেডিকেলের ডাইরেক্টর এ নিয়ে দৌঁড়ঝাপ করেন। তবে কেবল মেডিকেলের ডাইরেক্টর গিয়ে তদবির করলে তো হবে না। এলাকার জনপ্রতিনিধিদেরও এ নিয়ে সজাগ হতে হয়, তদবির করতে হয়। সম্ভব হলে প্রধানমন্ত্রীর নজরে দিতে হয়। সেটি হলে এমন বৈষম্য থাকার কথা নয়।

পূর্ববর্তী নিবন্ধএমন বাজেটে মানসম্মত সেবাদান সম্ভব নয়
পরবর্তী নিবন্ধদেশি বোরকাকে মেইড ইন দুবাই লাগিয়ে বিক্রি