প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের সেবার যৌক্তিক মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং নগর আওয়ামী লীগের সহ–সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল রোববার সকাল ১১টায় নগরীর প্রবর্তক মোড়ে নাগরিক উদ্যোগ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারসমূহে সেবার যৌক্তিক মূল্য নির্ধারণের দাবি জানান তিনি।
এসময় সুজন বলেন মানুষের স্বাস্থ্য অধিকার একটি মৌলিক অধিকার। দেশের যে কোন নাগরিক যে কোন সময় হাসপাতালে গেলে তাকে পর্যাপ্ত স্বাস্থ্য সেবা দেওয়াটা তার অধিকারের মধ্যে পড়ে। একজন রোগী একটুখানি বিপদে পড়ে হাসপাতালে গেলেই তাকে স্বাস্থ্য সেবা নিতে কমপক্ষে ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ করতে হচ্ছে। অযথা টেস্টের নামে তাকে হয়রানি করা হচ্ছে। এতে করে রোগীর স্বাভাবিক চিকিৎসা সেবা প্রাপ্তি বিঘ্নিত হচ্ছে। তাছাড়া ডায়াগনস্টিক সেন্টার এবং এক্সরে ল্যাবগুলোর সেবার মূল্যেরও তারতম্য রয়েছে। একেকটি ডায়াগনস্টিক সেন্টার এবং এক্সরে ল্যাব রোগীদের কাছ থেকে একেক রকম দাম আদায় করছে। এ থেকে রোগীদের পরিত্রাণ দেওয়ারও অনুরোধ জানান তিনি। নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ এবং সদস্য সচিব হাজী মো. হোসেন এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহমান মিয়া, রুহুল আমিন তপন, মো. নাজিম উদ্দিন, মোরশেদ আলম, অনির্বাণ দাশ বাবু, মো. শাহজাহান, জানে আলম, সমীর মহাজন লিটন, প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।