পশ্চিম বাকলিয়া : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে পশ্চিম বাকলিয়ায় এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে প্রতিবছরের ন্যায়, সৈয়দ শাহ রোডস্থ ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম আকবর আলী আকাশের বাসভবনস্থ নীচতলায় ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাকলিয়া জোন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, ওয়ার্ড আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা এম আকবর আলী আকাশ, ওয়ার্ড আওয়ামীলীগ আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সিরাজুল ইসলাম, এড. সৈয়দ জানে আলম জানু, সাহদুল ইসলাম সাহেদ, প্রফেসর নাজিমউদ্দীন, রাশেদ সরওয়ার, হাজী মো. আলী, মো. রফিক, খায়রুল বশর বাসেক, এস এম ওমর ফারুক, শেখ মো. নাঈম, দিদারুল আলম, ওয়াহিদুল ইসলাম কিরন, হাজী আব্দুর রশিদ, ১নং ইউনিট আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেন, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন বাপ্পি, সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কাঞ্চন মল্লিক, কনচ কুমার শীল, নগর যুবলীগ নেতা আমিরুল কাদের চৌধুরী সজিব, ওয়ার্ড যুবলীগ নেতা হায়দার আলী রিমন, মহিলা নেত্রী নাসরীন সুলতানা মুন্নী, বাকলিয়া থানা ছাত্রলীগ আহবায়ক মিজানুর রহমান মিজান, সিনিয়র সদস্য শহিদুল ইসলাম বাবু, ওয়ার্ড ছাত্রলীগনেতা মো. সাকের, আবুসালেহীন মো. তানবীর, স্বেচ্ছাসেবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, আরিফুর ইসলাম সোহেল, কুতুবউদ্দিন, শ্রমিকলীগনেতা জাহাঙ্গীর রুবেল, মো. সোলায়মান।
গাউছিয়া কমিটি বাংলাদেশ চকবাজার থানা : গাউছিয়া কমিটি বাংলাদেশ চকবাজার থানা ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের ১২৩ জন কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী ও আঞ্জুমান ট্রাস্টের যাকাত ফান্ডে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। গাউছিয়া কমিটি বাংলাদেশ চকবাজার থানার আহ্বায়ক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি লায়ন মো. আবু নাসের রনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মো. মহসিন, জেনারেল সেক্রেটারি মো. আনোয়ার হোসেন, ট্রেজারার আলতাফ হোসেন বাচ্চু, সিজল ফুডের চেয়ারম্যান নুরুল আলম, ইসমাইল চৌধুরী, এনামুল হক, মো. আরমান নজরুল ইসলাম দীপু, হাফেজ আব্দুল ওয়াহেদ, জাহাঙ্গীর হোসেন, হাফেজ খালেদ রিশাদ সহ আঞ্জুমান, গাউছিয়া কমিটি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা এ রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
পতেঙ্গা থানা ছাত্রলীগ : পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পক্ষে পতেঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেরাজ তৌসিফের উদ্যোগে ফ্রি ইফতার শপের আয়োজন করা হয়েছে। যেখান থেকে পাঁচ শত রোজাদারদের মাঝে ইফতারী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার নগরীর স্টীলমিল বাজারস্থ এ ফ্রি ইফতার শপের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক। উদ্বোধন অনুষ্ঠানে হাবিবুর রহমান তারেক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিদের্শনায় শিক্ষা উপ মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পক্ষে পতেঙ্গায় এলাকার সাধারণ মানুষের জন্য প্রতিদিন ফ্রি ইফতার শপ থেকে ইফতার নিতে পারবে। এতে ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক ইয়াছিন আরাফাত কচি, ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা ইউসুফ আলী বিপ্লব, পতেঙ্গা থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেরাজ তৌসিফ, খাইরুল ইসলাম আবিদ, মো. আহসানুল করিম মুন্না, মো. শাহরিয়ার হাসান ইমন, বাদন দাশ, অজিদ দাশ, মো. মেহেরাফ আলম, মো. সাঈদ নূর সামি, মো. নুর উদ্দীন তানভির, মো. আাসাদ নুর, মো. মাহিম ইবনে রশীদ, মো. ফাহিম, আবিদ চৌধুরী, ফয়সাল বিন ইউছুপসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হজ্বযাত্রী কল্যাণ পরিষদ : হজ্বযাত্রী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ৩১ মার্চ নগরীর স্টেশন রোডস্থ হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল হল রুমে অনুষ্ঠিত হয়। আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম। সালেহ আহমেদ সুলেমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এস.এম মুনিরুল মন্নান, প্রফেসর এ.কে.এ সাইফুদ্দীন, অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, মুহাম্মদ শরীফ, মুহাম্মদ ইদ্রিস আগ্রাবাদী, মেহের আলী চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির, কাদের খান, কমর উদ্দিন আহাম্মদ, এডভোকেট মো. ইলিয়াছ, হাজী মোহাম্মদ শিহাব উদ্দিন প্রমুখ। সভায় হজ্বযাত্রী কল্যাণ পরিষদের হজ্ব প্রশিক্ষণ ও সেমিনার আগামী ৬ মে সকাল ৯টায় নগরীর স্টেশন রোডস্থ হোটেল সৈকতে আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ দেবেন মুহাম্মদ তানভীর হোসেন। এছাড়া আরো উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয় ও বাংলাদেশ বিমানের প্রতিনিধিরা।
সীতাকুণ্ড এমপি দিদার : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও পরিচ্ছন্ন কর্মীদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দিদারুল আলম এমপি। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেনের সভাপতিতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হারিবুল্লাহ, বারিয়াঢালা ইউনিয়ন চেয়ারম্যান রেহান উদ্দীন রেহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুউদ্দিন রাশেদ, পৌরসভা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ছাত্র নেতা দুলাল দে, মাসুদুল আলম, মৃন্ময় বসাক অর্প, মুন্না প্রমুখ।
চবি সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (সিইউসিএজেএএ) ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। গতকাল নগরীর জিইসি মোড়স্থ বনজৌর রেস্টুরেন্টে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, চট্টগ্রাম জেলা প্রশাসক ও চবির সাবেক শিক্ষার্থী আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ–সভাপতি ও প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সহিদ উল্যাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও বিভাগের অধ্যাপক আলী আজগর চৌধুরী, বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, বিভাগের সাবেক সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম প্রমুখ। সিইউসিএজেএএ–এর সভাপতি মো. নজরুল ইসলাম শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সমাপনী বক্তব্য রাখেন বিভাগের সভাপতি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক জনাব রওশন আক্তার।
সারোয়াতলী আ’লা হযরত স্মৃতি সংসদ : বোয়ালখালীতে সারোয়াতলী আ’লা হযরত (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে গরীব দুঃস্থ মানুষের মাঝে শুকনা ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল বোয়ালখালীর সারোয়াতলীস্থ সংগঠনের কার্যালয়ে গত ৩১ মার্চ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পাঁচখাইন মহিউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতাউল মোস্তফা রেজভী। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মু. মফিজুর রহমান মিয়াজী, সাইফুদ্দীন তাহেরী, ছৈয়দুল হক কোম্পানি, মিজানুল ইসলাম, মো. ফারুক আহমেদ, নুরুল হুদা, আবদুল করিম, শহিদুল ইসলাম, জাহেদ ফারুকী, দিদারুল আলম সওদাগর, মো. ইরফান সিকদার, মহিউদ্দিন সিকদার, মো. জামাল হোসেন প্রমুখ।
পটিয়ার আশিয়া ইউনিয়ন : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ার আশিয়া ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫শ’ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পটিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশীর। গত শুক্রবার বিকেলে তার নিজ গ্রামের বাড়িতে অসহায় ও দু:স্থদের মাঝে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন আশিয়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিউল আজম, হোসেন রনি, আবদুল করিম, আবদুর রহিম, আরিফ উদ্দীন বাবু, সাইফু উদ্দীন, এডভোকেট মহিউদ্দীন হিরু, আলী আজগর চৌধুরী খোকন, নাছির উদ্দীন, আবচার, ফারুক খোকন, আবদুল খালেক মাহি, মো. ফয়সাল, নাজিম উদ্দীন, মো. জয়নাল প্রমুখ।
১নং সাইট সমাজ কল্যাণ পরিষদ : মধ্যম হালিশহর ৩৮নং ওয়ার্ড ১নং সাইট সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরিষদের সদস্য সচিব মো. মহসিনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন আহবায়ক হাজী মো. শাহীন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মো. শাহেদুর রহমান, সদস্য হাজী মো. নোমান, মো. সরওয়ার আলম, হাজী মো. সাকি, মো. নুরুল আবছার, উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মো. শাহজাহান কোং, হাজী মো. আজিজ উল্ল্যা, সদস্য মো. বাদশা, মো. হাবিব উল্লাহ, মো. নুরুল আবছার, মো. মিজবাহ উদ্দিন, মো. আব্দুল করিম, মো. জামাল, মো. জিয়াউর রহমান, মো. জালাল, মো. আবুল কায়সার, মো. অজিউল্লা জাবেদ, মো. আরমান, মো. মুনছুর আলম, মো. দিদারুল আলম, মো. জাহেদ, মো. নওশাদ, মো. সাহাব উদ্দিন। ১নং সাইট নতুন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন নোমানী মোনাজাতের মাধ্যমে এলাকার সকল মুরব্বিদের জন্য দোয়া ও ১নং সাইট সমাজ কল্যাণ পরিষদের মঙ্গল কামনা করে মোনাজাত শেষ করেন।
সাতকানিয়া গাফফার আমেনা খালেক ফাউন্ডেশন : সাতকানিয়া উপজেলায় গাফফার আমেনা খালেক ফাউন্ডেশনের উদ্যোগে এলাকাবাসী, হাফেজ, এতিম, আলেম–উলামা, বিশিষ্টজন ও অসহায়দের জন্য এক বর্ণাঢ্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গাফফার আমেনা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মুহাম্মদ আবদুল গাফ্ফার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী, এডভোকেট ওমর চৌধুরী, ব্যাংকার বোরহান উদ্দিন চৌধুরী ও জাকের হোসেন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান সবর ও সহানুভূতির মাস। এ মাসে যতবেশি পারা যায় সম্মানিত রোজাদারদের পাশে থাকার আহ্বান জানান।
মানবাধিকার কমিশন পাহাড়তলী থানা কমিটি : নিহত আবেদা সুলতানা আয়নীর পরিবারের কাছে মানবিক খাদ্য সহায়তার অংশ হিসেবে ইফতার ও সেহেরী সামগ্রী প্রদান করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন পাহাড়তলী থানা কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ভুট্টো, পাহাড়তলী থানা শাখার সভাপতি সোলায়মান হাসান, নির্বাহী সভাপতি আব্দুস সাত্তার লিটন, সাধারণ সম্পাদক মোঃ হারুন উর রশীদ (এম.এ), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ এইচ এম শামীম প্রমুখ।
২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড : মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিমের উদ্যোগে ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মো. মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ও আব্দুল কাদের জাহেদের উপস্থাপনায় গত ৩১ মার্চ পশ্চিম মাদারবাড়ি সিটি কর্পোরেশন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আ’লীগ সভাপতি আলী বঙ, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক জসিম উল হুদা, আসিফুর রহমান মুন্না, ইমরুল হাসান চৌধুরী রুবেল, আব্দুল হাই প্রমুখ।
পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠন : পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার পূর্ব কাটগড় হোসেন সুবেদার এবতেদায়ী মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাসেদ হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল আলম। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সেকান্দর আজম, মো. ইলিয়াছ, মোজাহের ইসলাম, জাহাঙ্গীর আলম, লোকমান কন্ট্রাক্টর, সমাজসেবক মোশাররফ উদ্দিন খালেদ, রেজাউল করিম, শাহরিয়ার হাসান শাকিল এবং সংগঠনের কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ।