রেল স্টেশনে যুবককে ছুরি মেরে ছিনতাই চেষ্টা, গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ এপ্রিল, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

নগরীর নতুন রেলওয়ে স্টেশনে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত টিপছোরাসহ ছিনতাই করা মালামাল উদ্ধার করা হয়।

গত শুক্রবার রাতে নগরীর স্টেশন রোড ও সিআরবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হল মো. এরফান হোসেন প্রকাশ ইমরান (২৪), মো. বাচ্চু প্রকাশ বুলেট (৩০) ও আব্দুল মান্নান (২৯)

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর আজাদীকে বলেন, ভুক্তভোগী ফয়সাল পেশায় একজন রাজমিস্ত্রী। চট্টগ্রাম থেকে চাঁদপুর যাওয়ার জন্য তিনি শুক্রবার স্টেশনে যান। রাত ৩টা ৪০ মিনিটের দিকে স্টেশনের ওয়াশরুমে যাওয়ার পথে পার্কিংয়ে হঠাৎ তিন ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীরা তার দুই পায়ে ছুরিকাঘাত করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি চিৎকার দিলে পুলিশ এসে এরফান হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে। কৌশলে পালিয়ে যায় দুই ছিনতাইকারী। পরে এরফানের দেওয়া তথ্য অনুযায়ী স্টেশন রোড ও সিআরবি এলাকা থেকে বাকি দুজন ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি টিপছোরা ও ছিনতাই করা মালামাল উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরমজান বিশুদ্ধ চরিত্র গঠনের এক কার্যকর প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধরমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস