ক্রমাগত দরপতনের কারণে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়া সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংককে উদ্ধারে সরকারের মধ্যস্থতায় একটি চুক্তিতে পৌঁছেছে দেশটির সবচেয়ে বড় ব্যাংক ইউবিএস। বিবিসি জানিয়েছে, বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় এড়াতে সাপ্তাহিক ছুটির মধ্যে দুই ব্যাংক ও সরকারের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের জরুরি বৈঠকের পর রোববার ক্রেডিট সুইস ব্যাংক অধিগ্রহণের এই ঘোষণা আসে। সুইস ন্যাশনাল ব্যাংক বলছে, বাজারে আস্থা ফেরানোর পাশাপাশি অর্থনীতির ঝুঁকি এড়াতে এই চুক্তির ভালো কোনো বিকল্প ছিল না। ক্রেডিট সুইসের শেয়ার মালিকদের চুক্তি নিয়ে মতামত দেওয়ার কোনো সুযোগ ছিল না। চুক্তি অনুযায়ী, ক্রেডিট সুইসের প্রতি ২২ দশমিক ৪৮টি শেয়ারের জন্য তারা ইউবিএসের একটি শেয়ার পাবেন। খবর বিডিনিউজের। এই হিসাবে মাত্র ৩ দশমিক ১৫ বিলিয়ন ডলারে ক্রেডিট সুইসের মালিক হয়ে যাচ্ছে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইউবিএস। অথচ শুক্রবারের লেনদেন দরেও ক্রেডিট সুইসের সম্পদমূল্য ছিল ৮ বিলিয়ন ডলার। সুইস নিয়ন্ত্রক সংস্থা সোমবার সকালে বাজার খোলার আগেই কোনো একটি চুক্তিতে পৌঁছাতে চাইছিল, যাতে আরও দরপতন এবং সেই সঙ্গে অস্থিরতা ঠেকানো যায়। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের ভাষায় বৈরী পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য একটি সমাধানে তারা পৌঁছাতে পেরেছে।
দেশটির সরকার এক আদেশে বলেছে, এই লেনদেনে ইউবিএসের ঝুঁকি কমাতে ৯ দশমিক ৬ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতিপূরণের গ্যারান্টি দেওয়া হবে। পাশাপাশি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকও ১১০ বিলিয়ন ডলার পর্যন্ত তারল্য সহায়তা দেবে। অর্থ সংকটে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক বন্ধের আলোচনার মধ্যেই ক্রেডিট সুইস ব্যাংকের দূরাবস্থা নিয়ে আলোচনা শুরু হয়। ওই দুটি ব্যাংক পতনের পর বিশ্বজুড়েই ব্যাংকিং খাত নিয়ে তৈরি হয় উদ্বেগ।
বিবিসি জানিয়েছে, সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ক্রেডিট সুইস তাদের আর্থিক প্রতিবেদনে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় দুর্বলতার কথা জানিয়েছিল। এরপর শেয়ারবাজারে ক্রেডিট সুইসের শেয়ারের ব্যাপক দরপতন শুরু হয়। সমস্যা সমাধানে জরুরিভাবে সুইস ন্যাশনাল ব্যাংকের দেওয়া ৫৪ বিলিয়ন ডলারও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। গত বুধবার ব্যাংকের শেয়ারের ২৪ শতাংশ দরপতন হয়।