বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

তুলসীধামে জেলা জজ জান্নাতুল ফেরদৌস

| শনিবার , ১১ মার্চ, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ (মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল) জান্নাতুল ফেরদৌস আলেয়া বলেছেন, দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতির পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাগতিক সব চাহিদার ঊর্ধ্বে থেকে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে কাছে টেনে নেওয়ার ক্ষমতা ছিল স্বামী নারায়ণ পুরী মহারাজের। অদ্বৈতঅচ্যুত ভাবধারায় পরিচালিত তুলসীধামে তিনি ছিলেন সবার বিপদেআপদে একমাত্র ভরসাস্থল।

গত ৮ মার্চ নন্দনকানন তুলসীধামে ঋষিকূল শিরোমণি স্বামী নারায়ণ পুরী মহারাজ স্মরণে আয়োজিত স্মরণোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুলসীধামের মোহন্ত ও ঋষিধাম অধিপতি দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে ধর্মসভায় বিশেষ অতিথি ছিলেন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধ্যাপক ড. রতন কুমার ধর। অতিথি ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, যোগেশ্বর চৌধুরী, অধ্যাপিকা মীনা দাশ, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত। অ্যাড. সুজন কান্তি দের সঞ্চালনায় বক্তব্য দেন অদ্বৈতঅচ্যুত মিশন, অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, স্থপতি প্রণত মিত্র চৌধুরী, ডা. মনোজ চৌধুরী, সাধারণ সম্পাদক বিকাশ কান্তি দে, হিরন্ময় ধর, শ্যামদাশ ধর, সুজিত হাজারী প্রমুখ। এ উপলক্ষে গীতা, চণ্ডী ও ভাগবত পাঠ, গুরুপূজা, কুষ্টিয়ার বাউল ভজন ক্ষ্যাপার পরিবেশনা ও অদ্বৈতঅচ্যুত শিল্পী গোষ্ঠীর ভক্তিগীতি অনুষ্ঠিত হয়। ৯ মার্চ উপাসনা, অষ্টপ্রহর নামযজ্ঞ, বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ প্রদান, রক্তের গ্রুপ নির্ণয় ও প্রসাদ বিতরণ এবং ১০ মার্চ নামযজ্ঞের পূর্ণাহুতি শেষে দীক্ষাদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবাগীশিক কেন্দ্রীয় সংসদের পরিচিতি সভা