বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

| শনিবার , ১১ মার্চ, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় বক্তারা বলেছেন, ১৮ মিনিট ৩৭ সেকেন্ডের ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণটি বাঙালির মুক্তি ও স্বাধীনতার একমাত্র সনদ। যা বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবেও স্বীকৃত হয়ে বাঙালিকে একটি জাতি রাষ্ট্র প্রদানসহ অনন্য গৌরবের অবস্থানে উন্নীত করেছে। এই ভাষণ বাঙালিকে সর্বোত প্রস্তুত করে স্বাধীনতা অর্জনের পথে ধাবিত করেছিল।

গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলার শাখার উদ্যোগে ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও আমাদের মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভাপতিত্ব করেন সহসভাপতি ডা. দিলীপ দে।

মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আরশাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ডা. মো. আইয়ুবুর রহমান, চবি উপউপাচার্য প্রফেসর বেনু কুমার দে, লোক প্রশাসন বিভাগের প্রফেসর হোসাইন কবীর, প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মো. আহসানুল কবীর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি দুবাই সিটি শাখার মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধবিদ্যমান ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে