জাতীয় শিশু–কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন কর্ণতীর খেলাঘর আসরের সম্মেলন গত শুক্রবার রাঙ্গুনিয়াস্থ পূর্ব চন্দ্রঘোনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সদস্য প্রদীপ মল্লিক। খেলাঘর সংগঠক দেবব্রত দাশের সঞ্চালনায় এবং শিল্পী রানী ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধান চন্দ্র দাশ, সংগীতা মল্লিক, দেবজিৎ দাশ, প্রণব দাশ, সংগীতা দাশ, দীপ্ত দত্ত, দেবপ্রিয় দাশ, সাগর তালুকদার, দুর্জয় দাশ, জয়দেব দে, বিজয় দাশ, অন্বেষা দাশ দোলা, বাঁধন চক্রবর্তী, রিপন দাশ প্রমুখ। বক্তারা শিশুদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য খেলাঘর এর কর্মকাণ্ড এগিয়ে নেয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় জয়ন্ত, আবীর, অনিক, বিজয়, অংকুর, জয়দেব, পল্লব, তুষ্টি, তৃষা, প্রীতম। পরে দেবব্রত দাশকে সভাপতি, বিধান চন্দ্র দাশকে সাধারণ সম্পাদক এবং শিল্পী রানী ঘোষকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।