সন্দেহভাজন ১০ নারী-পুরুষ গ্রেপ্তার

সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৩২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা থেকে সন্দেহভাজন ১০ জন নারীপুরুষকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ থানার বগাদিয়া এলাকার মৃত আবদুর রহমানের পুত্র আজিজুল হক (৪৭), সীতাকুণ্ডের পৌরসদর মহাদেবপুর এলাকার অপূর্ব শীলের পুত্র বাবলু শীল (২৪), মৃত জামাল উদ্দিনের পুত্র রনি (২৪), সাতকানিয়ার দক্ষিণ তুলাতলী এলাকার মৃত ধনঞ্জয় ধরের পুত্র মিঠন ধর (২৯), চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়া এলাকার জামাল হোসেনের পুত্র রাজু (২০), খুলশী থানার লালখান বাজার এলাকার ধীরেন দাসের পুত্র পলাশ দাস (৩০), কক্সবাজারের কুতুবদিয়া আলীর বাপের পাড়া এলাকার মো. হোসেনের পুত্র মো. রবি (২৫), নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার উল্লাপাড়া এলাকার মৃত হাসমত উল্ল্যাহ মো. সুজন (২৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা বটগাছতলা এলাকার মনির মিয়ার স্ত্রী খালেদা আক্তার (২৫) ও সরাইল থানার বন্দর আটি এলাকার আনিস মিয়ার স্ত্রী সেলিনা বেগম (৩০)।সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, অভিযানকালে সন্দেভাজন ছিনতাইকারী ও মাদকসেবী এবং বেসামাল অবস্থায় ঘোরাফেরা করা আটক ১০ নারীপুরুষের বিরুদ্ধে পুলিশ আইনে মামলা দায়েরের পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছাত্রীদের মুখ খোলা রাখা সংক্রান্ত ঢাবির বাংলা বিভাগের বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট
পরবর্তী নিবন্ধকর্ণতীর খেলাঘর আসরের সম্মেলন