চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস তায়কোয়ানডো লিগে কল্লোল সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গতকাল ১৮ ফেব্রুয়ারি শনিবার লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সিজেকেএস জিমনেশিয়ামে অনুষ্ঠিত এ লিগে
কল্লোল সংঘ ৬টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৪টি তাম্র পদক পায়। অন্যদিকে রানার্স আপ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র পায় ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৪টি তাম্র পদক। বাকলিয়া একাদশ ৪টি স্বর্ণ পদক, ৩টি রৌপ্য ও ১টি তাম্র পদক পেয়ে ৩য় স্থান অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। সিজেকেএস নির্বাহী সদস্য ও তায়কোয়ানডো কমিটির চেয়ারম্যান মো. মশিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং তায়কোয়ানডো কমিটির যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল নোমানের
সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের নির্বাহী সদস্য পলাশ মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল হাসেম, মো. দিদারুল আলম, নাসির মিঞা, হারুন
আল রশীদ, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, আকতারুজ্জামান, সরওয়ার আলম চৌধুরী মনি, সিজেকেএস তায়কোয়ানডো কমিটির যুগ্ম সম্পাদক আমির হোসেন সোহাগ, সদস্য এরশাদ আহমেদ, তুষার কুমার দে। খেলা পরিচালনায় রেফারীর দায়িত্ব পালন করেন উজ্জল কুমার দেব, নুরুদ্দিন হোসেন, মো. আজাদুল প্রমুখ। উল্লেখ্য মোট ১৯টি দলের অংশগ্রহনে ২০টি ওজন শ্রেনীতে এ লিগ অনুষ্ঠিত হয়।











