নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে এক নারীসহ প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার সুন্দর রানি প্রকাশ অথৈই, বাশঁখালীর জাহিদুল ইসলাম প্রকাশ জাহিদ ও ভোলার মো. আল মামুন শাহীন। গতকাল পতেঙ্গা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেন।
পতেঙ্গা থানা পুলিশসূত্র এ তথ্য নিশ্চিত করে জানান, মো. কামরুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে প্রতারণার আশ্রয় নিয়ে নগদ টাকা, মোবইল ফোন ছিনিয়ে নেন আসামিরা। এর আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ডেকে নিয়ে কামরুলকে আটকে রাখা হয়।