এ সরকারের আমলে ফটিকছড়িতে ব্যাপক উন্নয়ন হয়েছে : পেয়ারুল ইসলাম

| শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের আমলে ফটিকছড়িতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, বন্যা ও নদী ভাঙন রোধে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে।

এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবার রাষ্ট্র পরিচালনার সুযোগ দিতে হবে। গত মঙ্গলবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ চট্টগ্রামের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, বিজিএমইএর সহসভাপতি রকিবুল আলম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইন বিভাগে ‘রিসার্চ পেপার সাবমিশন অ্যান্ড থিসিস ডিফেন্স’
পরবর্তী নিবন্ধতুরস্কে ভূকিম্প বিধ্বস্ত এলাকায় যাচ্ছে গাউসিয়া কমিটির ত্রাণ