শিশুদের মধ্যে মননশীলতার পরিস্ফুটন ঘটাতে হবে

শিল্পকলায় চিত্র প্রদর্শনী ‘ইচ্ছেমত’ উদ্বোধন

| মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

শিল্প চর্চা কেন্দ্র ও আত্ন উন্নয়নমূলক সংগঠন পূর্বা’র ২০ বছর পূর্তিতে শিশুদের স্বাধীন ও সুন্দর মননশীলতার পরিস্ফুটন ঘটানোর লক্ষ্যে প্রায় দেড় শতাধিক শিশু চিত্রকরদের দেড় শতাধিক চিত্রকর্ম নিয়ে আয়োজিত চিত্রপ্রদর্শনী ‘ইচ্ছেমত’ শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদীন আর্ট গ্যালারীতে উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

পূর্বার সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া প্রদর্শনীর কথামালা পর্বে একে একে বক্তব্য রাখেন প্রদীপ দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের পরিচালক সুফিয়া বেগম। সাবেক কাউন্সিলর আবিদা আজাদের সভাপতিত্বে ও পূর্বার সদস্য প্রথমা চৌধুরীর সঞ্চালনায় কথামালা পর্বে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন পূর্বার সদস্য রিতা বড়ুয়া, মুনারাত জাহান মুহসী, নাজবীন সুলতানা জেবীন, রিপা দত্ত, উর্মি দেব, রিফাত জাহান মীম, মিনারা আকতার মিম, শ্রাবণী, মৌনিতা বড়ুয়া, ইব্রাহিম খলিল, আদিত্য দেব পাল, বাঁধন, অদ্রি মজুমদার, মেঘলা মজুমদার প্রমুখ। কথামালা পর্বে বক্তারা বলেন, শিশুদের স্বাধীন ও সুন্দর মননশীলতার পরিস্ফুটন ঘটাতে এমনতর আয়োজনের বিকল্প নেই। গত বিশ বছর ধরে পূর্বা শিশুদের মননশীলতার বিকাশ ঘটাতে কাজ করে চলেছে। এতে চট্টগ্রামের শিশু কিশোরদের মনোজগতের উৎকর্ষসাধনে তারা ব্যাপক ভূমিকা রেখেছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে জিপ ভর্তি অবৈধ কাঠ আটক করল স্থানীয়রা
পরবর্তী নিবন্ধপটিয়াকে শীঘ্রই পাহাড়ি সন্ত্রাসী ও কিশোর গ্যাং মুক্ত করা হবে