হাটহাজারীতে জিপ ভর্তি অবৈধ কাঠ আটক করল স্থানীয়রা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে চাঁদের গাড়ি (জিপ) ভর্তি অবৈধ জ্বালানি কাঠ আটক করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। গতকাল সোমবার ভোরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার প্যারালাল খালের পাড় নামক স্থান থেকে এসব কাঠ আটক করে প্রগতিশীল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ইউথ ফর বিল্ডিং বেটার বাংলাদেশের সদস্যরা।

সংগঠনের কর্মীরা জানান, উপজেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কেটে জ্বালানি কাঠ হিসেবে বিভিন্ন ইটভাটায় পাচারের জন্য ২টি চাঁদের গাড়ি অবস্থান করছে জানতে পেরে সোমবার ভোরে সংগঠনের সদস্যরা উক্ত স্থানে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে একটি গাড়ি পালিয়ে গেলেও অপর একটি চাঁদের গাড়ি আটক করতে সক্ষম হন তারা। গাড়িতে মোট ১৪০ ঘনফুট জ্বালানি কাঠ পাওয়া যায়। বিষয়টি হাটহাজারীর এগার মাইল ফরেস্ট অফিসকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। এ সময় সংগঠনের কর্মীরা জব্দকৃত কাঠ ভর্তি চাঁদের গাড়িটি তাদের হাতে তুলে দেয়।

ঘটনার সত্যতা স্বীকার করে হাটহাজারী রেঞ্জ কর্মকতা রাফিউদ্দীন ইব্রাহিম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধক্যারিয়ার গঠনের উপযুক্ত সময় হলো শিক্ষাজীবন
পরবর্তী নিবন্ধশিশুদের মধ্যে মননশীলতার পরিস্ফুটন ঘটাতে হবে