প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. মো. আবদুল করিম বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষায় আমরা এখনও অনেক পিছিয়ে আছি। আমরা যদি বিজ্ঞান, গণিত, ইংরেজি এসব শিখতে না পারি তাহলে আমরা আরও পিছিয়ে যাবো। আমাদের দেশের কারিগরি শিক্ষাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে।
গতকাল শনিবার ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের শাহ এমদাদীয়া কনফারেন্স রুমে আয়োজিত গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের (জিএএমপিআই) ২০২২–২৩ শিক্ষাবষের্র ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মো. আবদুল করিম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যেসব মেগাপ্রকল্প চলমান সেসব প্রকল্পে অন্য দেশ থেকে লোক আনতে হয়। এসব কারণে আমাদের টাকা অন্য দেশে চলে যাচ্ছে। সেজন্য আমাদের দক্ষ হয়ে উঠতে হবে। কারিগরি শিক্ষার প্রসারে এগিয়ে আসায় গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান ড. মো. আবদুল করিম।
সভাপতির বক্তব্যে গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউট ম্যানেজিং কমিটির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন। আমরা শিক্ষার্থীদের হাতেকলমে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছি। অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম কামরুল ইসলাম, গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. আবদুল বাতেন, কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।