সরকারের ১৪ বছরে গ্রামে-গঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে

লামা উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী

লামা প্রতিনিধি | রবিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪০ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর গত ১৪ বছরে দেশে একবারের জন্য খাদ্য ঘাটতি হয়নি। ১৯৯৬ সালে সরকার গঠনের পরও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলা হয়েছিলো। ২০০১ সালে বিএনপি এসে আবারো দেশে খাদ্য ঘটতি সৃষ্টি করেছে। তারা এক মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন করেনি। সকল উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার আবার ক্ষমতায় এসে দেশে বিদ্যুৎ, শিক্ষা, যোগাযোগ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছে। গ্রামগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগে যেখানে যেতে এক দিন লাগতো, এখন সেখানে এক ঘন্টায় যেতে পারছে। এটাই শেখ হাসিনার উন্নয়ন।

লামা উপজেলা পরিষদের নব নির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার উপজেলা পরিষদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি যৌথভাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৭ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত লামা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামালের সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জনসভায় গেস্ট অব অনার ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার সচিব মুহাম্মদ ইব্‌রাহিম ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুর রহিম চৌধুরী, লামা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম। লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ সভা সঞ্চালনা করেন।

পূর্ববর্তী নিবন্ধকারিগরি শিক্ষাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে রুবি সিমেন্ট নিয়ে এলো মাল্টি পারপাস সিমেন্ট