সীতাকুণ্ডে ট্রাক চাপায় অজ্ঞাত (৩৫) মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পৌরসদরস্থ শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রাক মহাসড়কের পৌরসদরস্থ শেখপাড়া এলাকা অতিক্রমকালে রাস্তা পার হওয়া নারীকে চাপা দেয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহাদাত হোসেন বলেন,দুর্ঘটনায় নিহত নারী মাসনিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছেন। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ট্রাক জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে।