ভূমিকম্পে ভয় নয় প্রয়োজন সতর্কতা

| বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ৮:৫৮ পূর্বাহ্ণ

ভূমিকম্প একটি বিশেষ ধরনের পরিস্থিতি, যা পূর্বাভাস ছাড়াই সংঘটিত হয় যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করে। বাংলাদেশে বারবার মৃদু ভূমিকম্প হলো বড় ভূমিকম্পের পূর্বলক্ষণ। এতে বড় ধরনের মানবিক বিপর্যয় হতে পারে। বাংলাদেশে যে মৃদু ভূমিকম্প হচ্ছে তার উৎপত্তিস্থল মায়ানমার, ভারতের পূর্বাঞ্চল আন্দামান সাগরের এলাকায়।

গত কয়েক বৎসর আগে ১৩ ঘণ্টার ব্যবধানে চার দফা কম্পন অনুভূত হয়েছিল। এতে আতঙ্কিত হয়ে পড়েছিলো লক্ষ লক্ষ মানুষ। সব রাস্তা মহল্লার লোক লোকারণ্য হয়ে যায়। সবার চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। ঐ সময় কোন প্রাণহানি না ঘটলেও বেশ কিছু ভবনে ফাটল দেখা দেয়। এবারও ভূমিকম্পের মাত্রা আর একটু বেশি হলে কি ভয়াবহ বিপর্যয় নেমে আসতো এটা ভাবলেও শিহরিত হয়ে উঠতে হয়। ভূমিকম্পের মতো মারাত্মক একটি বিষয়কে হালকাভাবে নেয়ার সুযোগ নেই এবং এ জন্য নানামুখী সতর্কতা অবলম্বন দরকার।

এম.এ গফুর

বলুয়ারদীঘির দক্ষিণ পশ্চিমপাড়,

কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআর কে লক্ষ্মণ : রম্যশিল্পী ও কার্টুনিস্ট
পরবর্তী নিবন্ধকোথাও আলো নেই