চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কাজীর দেউড়ি মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের হওয়া দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে।
এ সময় সাত দিনের রিমান্ড চায় পুলিশ। বিচারক শুনানি শেষে রিমান্ডের আদেশ পরে দিবেন জানিয়ে দিপ্তীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় মিয়ামী হোটেল থেকে দিপ্তীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গতকাল সকালে তাকে চট্টগ্রাম নিয়ে আসা হয়।