করোনাভাইরাস মহামারীর কারণে ৬৫ বছরের বেশি বয়সীদের হজে যাওয়ার ক্ষেত্রে সৌদি আরব সরকারের যে নিষেধাজ্ঞা চলছে, তা এবার উঠে যাবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন বলেও জানান তিনি।
হজে গমনের যাবতীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গত ১ জানুয়ারি এ বছরের জন্য সৌদি আরব–বাংলাদেশ হজ চুক্তি সই হয়। তার বিস্তারিত তুলে ধরতে গতকাল রোববার ঢাকার বেইলি রোডে নিজের সরকারি বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। ফরিদুল বলেন, হজচুক্তি–২০২৩ অনুযায়ী মহামারী–উত্তর পরিস্থিতিতে এ বছর বাংলাদেশের কোটার পূর্ণ সংখ্যক হজযাত্রী হজে যেতে পারবেন। এ বছর সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। খবর বিডিনিউজের।
এবার সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ পালন করবেন বলে জানান তিনি। সিদ্ধান্ত হয়েছে, হজযাত্রীদের মধ্যে ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি ৫০ শতাংশ সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স বহন করবে। বিশ্বে করোনাভাইরাস মহামারী শুরুর পর হজ সীমিত পরিসরে পালনের সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। তাতে ২০২০ ও ২০২১ সালে হজে বিদেশ থেকে যাওয়ার সুযোগ ছিল না।











