পটিয়ার মন্দিরে চুরির ঘটনায় সন্দেহভাজন ২ জন গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৭:৫৬ পূর্বাহ্ণ

পটিয়ায় মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনায় সন্দেহভাজন ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ধলঘাট বুড়া কালি মন্দিরে চুরির এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন ধলঘাট উত্তর সমুরা গ্রামের আবিদ (১৯) ও ইশ্বরখাইন গ্রামের রিমন (২১)। গতকাল রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও পটিয়া থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ।

তিনি জানান, চুরির ঘটনায় গত শনিবার ওই মন্দিরের পুরোহিত সাগর চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে একটি মামলা দায়ের করেন। ওইদিন রাতেই সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করে রোববার পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। আজ সোমবার রিমান্ড শুনানির জন্য তাদের আদালতে হাজির করা হবে। এর আগে গত ১৩ জানুয়ারি দিবাগত রাত ২ টার দিকে ধলঘাট এলাকায় শ্রী শ্রী বুড়া কালি মন্দিরে স্বর্ণালংকারসহ টাকা চুরির ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দিতে সম্মত আইএমএফ : অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধএবার হজে যেতে বয়সের বাধা থাকছে না