নানুপুরে মাওলানা ছৈয়দ আবদুচ্ছালাম ঈছাপুরীর (রহ.) ওরছ আজ

| বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৪:৫২ পূর্বাহ্ণ

গাউছে মোকাররম হযরত মাওলানা শাহছুফি ছৈয়দ আবদুচ্ছালাম ঈছাপুরীর (রহ.) জন্মবার্ষিকী উপলক্ষে ১৪২তম পবিত্র জশনে মৌলেদ ও ওরছ শরীফ আজ ফটিকছড়ি উপজেলাধিন নানুপুর গ্রামের আস্তানাঈছাপুরী দরবার শরীফে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে। ওরছ মাহফিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও ওরছ এন্তেজামিয়া কমিটির আহবায়ক খলিফায়ে কুতবে আজম শাহ্‌সুফি মোহাম্মদ মিজানুর রহমান (মু.জি..)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১১ মাসে রেমিট্যান্স এসেছে সাড়ে ১৯ বিলিয়ন ডলার
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ