১০ ডিসেম্বর বিএনপির সবচেয়ে প্রিয় তারিখ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকেই পাক হানাদার বাহিনী এদেশে বুদ্ধিজীবী হত্যা শুরু করেছিল। এবার ১০ ডিসেম্বর তারা ঢাকা শহর দখল করে সরকার উৎখাত করতে চায়।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল পলোগ্রাউন্ডে আয়োজিত সমাবেশে ভাষণদানকালে ১০ ডিসেম্বরকে বিএনপি ঢাকায় সমাবেশের তারিখ হিসেবে বেছে নেয়ায় সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে বুদ্ধিজীবীদের হত্যা শুরু করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই ১০ ডিসেম্বর বিএনপির জন্য সবচেয়ে প্রিয় তারিখ। যেহেতু তারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, তাই তারা হয়তো এই ১০ ডিসেম্বরই ঢাকা শহর দখল করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়।
সমাবেশে কেন্দ্রীয় নেতাদের প্রায় সকলেই ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের সমালোচনা করে বক্তব্য রাখেন।