হাটহাজারী চারিয়ায় তাবলীগ জামাআতের চট্টগ্রাম বিভাগীয় ৫ দিনব্যাপী জোড় ইজতিমা ময়দান পরিদর্শন করেছেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। গতকাল শনিবার ইজতিমা মাঠে প্রবেশ করলে তাকে স্বাগত জানান তাবলীগ জামাতের চট্টগ্রাম বিভাগীয় আমীর ও দারুল উলূম হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা মুফতি জসিমুদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম, হাটহাজারী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন সবুজ, সৈয়দ মঞ্জুরুল আলম, এডভোকেট মো. শামীম, নূরুল আবছার প্রমুখ।
পরে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রথমে তাবলীগ জামাতের মুরুব্বিদের কামরায় আল্লামা মুফতি জসিমুদ্দীনের সাথে জোড় ইজতিমার বিভিন্ন বিষয়ে কথা বলেন ও খোঁজ-খবর নেন।
এসময় আল্লামা মুফতি জসিমুদ্দীন পাঁচ দিনের জোড় ইজতিমায় আগত লক্ষাধিক মুসল্লির অজু-গোসলের জন্য পানির ব্যবস্থাকরণসহ সার্বিক সহযোগিতার জন্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান।
মতবিনিময় শেষে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ইজতিমা ময়দানে আছরের নামায আদায় করেন। নামায শেষে তিনি জোড় ইজতিমায় আগত তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বিদের পৃথক পৃথক কামরায় গিয়ে তাঁদের সাথে সালাম বিনিময় ও কথা বলেন।